পটুয়াখালী প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৭

অবৈধ বালু উত্তোলন করায় ৭ ব্যক্তির জেল-জরিমানা

পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের নদী ভাঙনে কবলিত লোহালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে সাতজনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে প্রতিষ্ঠানের বাল্কগেট ও ড্রেজিং-এর যাতীয় সরঞ্জাম সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়। শনিবার বিকেলে পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খন্দকার রবিউল ইসলাম এ আদেশ দেন।

জানা গেছে, জেলা প্রশাসনের কাছ থেকে কোনো প্রকার অনুমোদন না নিয়ে চৌরাস্তার বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে বাল্কগেট ও ড্রেজিং মেশিন দ্বারা লোহালিয়া নদীর ভাঙন এলাকা থেকে বালু উত্তলোন করে আসছিল। বিষয়টি জেলা প্রশাসন অবহিত হলে শনিবার বিকেলে পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজিং প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন।

এছাড়াও তাকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। একইসাথে ড্রেজিং-এ কর্মরত জাহিদ হোসেন (১৮), নুরুল আমীন (২০), সোহলে হাওলাদার (২৮), সাইফুল ইসলাম (২২), শামীম মৃধা (২০) এবং খোকন শরীফসহ (৩৫) মোট ছয়জন শ্রমিককে একমাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের বাল্কগেট ও ড্রেজিং-এর যাবতীয় সরঞ্জাম সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,বালু উত্তোলন,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist