ঝিনাইদহ প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে অসিত কুমার (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ভুয়া চিকিৎসক শহরের বেপারিপাড়ার গৌর গোপালের ছেলে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির অভিযান চালিয়ে ওই ডাক্তারকে গ্রেফতার করে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অসিত কুমার। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ের নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে আদালত বসিয়ে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। আদালতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,ভুয়া চিকিৎসক,প্রতারণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist