বান্দরবান প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০১৭

বান্দরবানে জনসংহতি সমিতির সদস্য আটক

বান্দরবানের রুমা থেকে অস্ত্র ও গুলিসহ জনসংহতি সমিতি সমর্থিত এক ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোরে রুমা বাজারের তার বাসা থেকে ওই মেম্বারকে আটক করা হয়। তার কাছে দুটি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওই মেম্বারের নাম শৈহ্লা প্রু মারমা (৪৫)।

আটককৃত শৈহ্লা প্রু জনসংহতি সমিতির সমর্থিত বলে জানা গেছে। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম আরিকুল আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শৈহ্লা প্রু’র বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে দেশি-বিদেশি দুটি পিস্তল, গুলি, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

শৈহ্লা প্রু’র বিরুদ্ধে জনসংহতি সমিতির নাম ব্যাবহার করে এলাকায় চাঁদাবাজি, উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে দেয়াসহ নানা অভিযোগ রয়েছে বলে এই সেনা কর্মকর্তা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো জনসংহতি সমিতির পক্ষ হতে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist