reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৭

যাত্রীর পরচুলায় সোনার বার!

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর পরচুলায় এক কেজি ৩০০ গ্রাম সোনা পেয়েছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল।

কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, আমিনুল হক নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামেন।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টম হাউসের প্রিভেনটিভ দল তাকে চ্যলেঞ্জ করে। তিনি সোনা থাকার কথা অস্বীকার করলেও আর্চওয়েতে পরীক্ষা করে তার সঙ্গে ধাতব বস্তু থাকার সংকেত পাওয়া যায় বলে আহসান কবির জানান। পরে দেখা যায়, ওই যাত্রী পরচুলা পড়ে আছেন এবং তার নিচেই সোনার বিস্কুট লুকিয়ে রাখা হয়েছে।

তার পরচুলার ভেতরে পাওয়া ১৩টি সোনার বারের ওজন ১ কেজি ৩০০ গ্রাম; যার বাজার দর ৬৫ লাখ টাকা বলে সহকারী কমিশনার জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,পরচুলা,অপরাধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist