reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

উত্তরায় গোসলখানা থেকে তরুণের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় রি-লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে আনোয়ার আজিম (৩০) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার বিকালে ওই পুনর্বাসন কেন্দ্রের গোসলখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে করছে পুলিশ।

আনোয়ার আজিমের বাবার নাম আবু সুফিয়ান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের খুলশী উপজেলার গ্রিন হাউজিং সোসাইটির রোজ ভিলায়। উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে ৮ নম্বর সড়কের ৯৩ নম্বর বাড়ির রি লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে আড়াই বছর ধরে পুনর্বাসনে ছিলেন আজিম। রি লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা আবু ওয়াহিদ জানান, শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে গোসলখানায় যান আজিম। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সংশ্লিষ্টরা তার দরজায় নক করতে থাকেন।

পরে গোসলখানার দরজা ভেঙে দেখা যায় পায়জামার রশি দিয়ে শাওয়ারের লোহার সঙ্গে আজিমের ঝুলন্ত দেহ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পাঁচটায় মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য আজিমের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমরা সন্ধ্যায় খবর পেয়েছি। শুনেছি উত্তরার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে এখন হাসপাতালে যাচ্ছি। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তরা,আত্মহত্যা,অপরাধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist