আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০২০

‘প্রেস’ লেখা মোটরসাইকেলে ফেনসিডিল

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলে ‘প্রেস’ লিখে ৩০ বোতল ফেনসিডিল বহনের সময় ধীরেন চন্দ্র দাস (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি পৌর সদরের পুরাতন বাজার এলাকার সাংবাদিক বিরেন চন্দ্র দাসের পুত্র। বিরেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকালে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সেলিম মালিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ আক্কেলপুর-বদলগাছি সড়কের আক্কেলপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বড় মসজিদসংলগ্ন এলাকায় ওৎ পেতেছিলেন। এ সময় ধীরেন চন্দ্র ‘প্রেস’ লেখা নম্বরবিহীন মোটরসাইকেলে বস্তায় ৩০ বোতল ফেনসিডিল নিয়ে শহরে প্রবেশ করেন। তখন গতিরোধ করা হলে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধীরেনকে আটক করে।

থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে ধীরেন দাস সাংবাদিক পিতার পরিচয় দিয়ে নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য দাবি করে মাদক ব্যবসা করে আসছিলেন। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সেলিম মালিক বলেন, ধীরেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনসিডিল,মোটরসাইকেল,প্রেস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close