নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২০

নাঙ্গলকোটে সোনাসহ যুবক আটক

কুমিল্লার নাঙ্গলকোটে সোনাসহ রিয়াদ হোসেন ভূঁইয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পৌর সদরের বেতাগাঁও গ্রামের শাহ আলমের ছেলে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন চোর ওই গ্রামের ওমর ফারুকের বসতঘরে ঢুকে সোনা, নগদ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। পরে ঘটনার দিন ক্ষতিগ্রস্ত পরিবার নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে রিয়াদ নামের ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ছয় ভরি চার আনা সোনা, দুটি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রতিদিনের সংবাদকে বলেন, অভিযান চালিয়ে রিয়াদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে সোনা, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বিভিন্ন সময় চুরির ঘটনা নিয়ে এর আগেও তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,নাঙ্গলকোট,সোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close