লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২০

লোহাগাড়ায় নব্য জেএমবির নেতা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলাকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'নব্য জেএমবি'র এক নেতাকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের একটি টিম। এ সময় ৪টি মোবাইল সেট, ৮/১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬/৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। সোমবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নব্য জেএমবি’র ৮/৯ সদস্য পালিয়ে যায়। আটক জঙ্গি নেতা আব্দুল কাইয়ুম (২৩) উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে। আটকের পর জঙ্গি নেতা কাইয়ুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিসহ পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যরা 'নব্য জেএমবি'র বিভিন্ন স্তরের নেতা বলে বলে স্বীকার করেন।

এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় আটক আব্দুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ ধারায় নিয়মিত মামলা রুজু করেন। মামলাটি এন্টি টেররিজম ইউনিটই তদন্ত করছেন বলে জানা গেছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া,নব্য জেএমবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close