রিমন পালিত, বান্দরবান

  ০৭ জুলাই, ২০২০

বান্দরবানে গোলাগুলিতে নিহত ৬

বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সশস্ত্র সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন।

নিহতরা হলেন—প্রজিত চাকমা (৬৫), ডেভিড মারমা (৪৫), জয় ত্রিপুরা (৪০), দিপেন ত্রিপুরা (৪২), রতন তঞ্চঙ্গ্যা (৫৫) ও বিমল কান্তি চাকমা ওরফে বিধু বাবু (৬০)। এরা সবাই জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সদস্য।

আহত তিনজন হলেন—নিহার চাকমা, বিদ্যুৎ চাকমা ও হ্লাওয়াংসিং। হ্লাওয়াংসিং বান্দরবানের রাজভিলা ইউপির এক সদস্যের মেয়ে।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার ছয়জন নিহত হওয়ার তথ্যের সত্যতা প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যর একটি দল পাঠানো হয়েছে। সেখানে সেনা টহলও চলছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। মূলত দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমরা শুনতে পেয়েছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোলাগুলি,বান্দরবান,আধিপত্য বিস্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close