উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৩ জুলাই, ২০২০

উল্লাপাড়ায় ১০ গরু দিয়ে কাঙালি ভোজ, জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামে শুক্রবার সকালে ১০ গরু দিয়ে মৃত পিতার তানদারী (কাঙালি ভোজ) অনুষ্ঠানের আয়োজনকারী ছেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পুরো খাবার এলাকার ৫ হাজার লোকের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে আজ সকালে বিশাল আকারের ১০টি গরু দিয়ে আব্দুল কাফী তার মৃত পিতা আব্দুস ছাত্তারের তানদারী অনুষ্ঠানের আয়োজন করেন। এতে নিজ গ্রামসহ আশআশের গ্রামের প্রায় ১০ হাজার লোককে দাওয়াত দেওয়া হয়। সকাল থেকেই দাওয়াতে লোকজন অনুষ্ঠানে আসতে থাকেন। করোনাকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব না মেনে বহু লোকের এ অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি উপজেলা প্রশাসন জেনে দ্রুত সেখানে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত বসায়।

সকাল ৯টার দিকে এ আদালতের বিচারক আরিফুজ্জামান সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণ আইনে আয়োজনকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া রান্না করা সব খাবার প্রায় ৫ হাজার লোকের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,কাঙালি ভোজ,উল্লাপাড়া,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close