তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ১৮ মে, ২০২০

তানোরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় কৃষক গ্রেফতার

প্রতীকী ছবি

রাজশাহীর তানোরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ওই কৃষকের নাম পরিতোষ দাস (৩১)। তার বাড়ি উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর গ্রামে। পরিতোষ ওই গ্রামের মৃত বিমল দাসের ছেলে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) দুপুরে মোহর গ্রামে ওই ছাত্রী বাড়িতে একাই অবস্থান করছিল। এমন সময় পরিতোষ ফাঁকা বাড়ি পেয়ে ওই ছাত্রীকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কৌশলে পালিয়ে যায় পরিতোষ।

রাতেই ছাত্রীর মা বাদী হয়ে পরিতোষকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরিতোষকে রোববার পাশ্ববর্তী উপজেলা মোহনপুর থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও মোহর গ্রামের আদিবাসীপাড়া ও হিন্দুপাড়ায় নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে পরিতোষের বিরুদ্ধে।

তানোর থানার অফিসার ইনর্চজ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পরিতোষকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেফতার,তানোর,ধর্ষণচেষ্টা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close