হিলি প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২০

হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

দিনাজপুরের হিলিতে সরকারি আইন অমান্য করে বাজারে অহেতুক ঘোরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফেউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনাবাহিনীর সদস্যরা হিলি বাজারে মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে কেনাকাটার আহবান জানান।

এসময় অহেতুক ঘোরাফেরা করা ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটরসাইকেলের চালক ও কয়েকজন পথচারীর কাছ থেকে ৭০৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

করোনা প্রতিরোধে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি,ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close