কক্সবাজার প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

কক্সবাজারে করোনা আতঙ্কের সুযোগে গভীর রাতে কাঠ পাচার

করোনা আতঙ্কের সুযোগে প্রশাসন ও লোকচক্ষুর আড়াল করতে রাতের আঁধারে কাঠ পাচারের আশ্রয় নেয় পাচারকারীরা। কিন্তু করোনা আতঙ্ক আর ‘রাতের আঁধারও’ তাদের রক্ষা করতে পারেনি।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলামের নির্দেশে বনবিভাগের বিশেষ টহল দল চকরিয়া নলবিলা এলাকায় অভিযান চালিয়ে ঠেকালেন সড়ক পথে কাঠ পাচার। আটক করা হয় পাচার হওয়া কাঠ ও যানবাহন।

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ও সদর রেঞ্জ কর্মকর্তা ইমদাদুল হকের নেতৃত্বে বিশেষ টহল দল চকরিয়া নলবিলা এলাকায় অভিযান চালিয়ে চোরাই জ্বালানি কাঠ ভর্তি ৫ টনের ট্রাক জব্দ করেন।

ইমদাদুল হক বলেন, কাঠ পাচারের খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করি। বনকর্মীদের দেখে তারা কাঠসহ ট্রাক রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,কাঠ পাচার,অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close