টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০২০

টঙ্গীতে ৭ বস্তা ব্যবহৃত মাস্ক ও হ্যান্ডগ্লাভস উদ্ধার, আটক ২

গাজীপুরের টঙ্গীতে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ডগ্লাভস সংগ্রহ করে ধুয়ে পুনরায় বিক্রির দায়ে ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় স্টেশন রোড এলাকায় গিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের নাম মো.আহালিয়া (৩৭) ও মো.ইমরান (২৭)। তবে মূল অভিযুক্ত ব্যক্তি নাসির পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শুভ মন্ডল জানায়, খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭ বস্তা মাস্ক, ২ বস্তা স্যালাইনের মূল উপাদান, ২ বস্তা রক্তমাখা হ্যান্ড গ্লাভস ও ৬ বোতল মেয়াদোত্তীর্ণ কেমিক্যার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের অধিকাংশ হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, হ্যান্ডগ্লাভস সংগ্রহ করে।

পরে গভীর রাতে লোকজন নিয়ে ব্যবহার করা মাস্ক ও গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে। পরে রোদে মাস্ক শুকিয়ে আয়রন করে আবার দ্বিগুন মূল্যে বাজারে বিক্রি করে আসছে। গত ৩ মাস যাবত এমন ব্যবসা করে আসছে তারা। তবে অভিযানের সংবাদ পেয়ে মূুল অভিযুক্ত নাছির বাসা থেকে পালিয়ে যায়। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান চলছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,ব্যবহৃত মাস্ক,মাস্ক ব্যবহার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close