সাতক্ষীরা প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০২০

সাতক্ষীরায় অভিযান ২৯ কেজি ভারতীয় রুপা জব্দ

সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৯ কেজি ২৫০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

বুধবার সকালে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর নামক স্থান থেকে রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসময় ওই চোরাকারবারী পালিয়ে যায়। সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে বিজিবির উপস্থিতি বুঝে এক চোরচালানী মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলে বাঁধানো একটি ব্যাগ থেকে ২৯ কেজি ২৫০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গহনাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত রুপার গহনাসহ মোটরসাইকেলের মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৭৮২ টাকা। জব্দকৃত রুপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,ভারতীয় রুপা,রুপা,বিজিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close