reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২০

বন্দুকযুদ্ধে ৩১ হত্যা মামলার আসামি নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রামে ৩১ জেলেকে হত্যার আসামি মোর্শেদ আলম বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে নিহত হয়েছেন। রোববার ভোরে বাঁশখালী উপজেলার বাণীগ্রামের লটমনি পাহাড়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

র‌্যাব বলছে, ৩৫ বছর বয়সী মোর্শেদ আলমের বাড়ি বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায়। তিনটি হত্যা, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ২০১২ সালে বঙ্গোপসাগরে ৩১ জন জেলেকে ট্রলার থেকে ফেলে দিয়ে হত্যা মামলারও অন্যতম আসামি মোর্শেদ।

র‌্যাব ৭-এর সহকারী পরিচালক এএসপি তারেক আজিজ বলেন, মোর্শেদ তার দলবল নিয়ে লটমনি পাহাড়ে বৈঠক করছে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল রাতে সেখানে অভিযানে যায়।

মোর্শেদ ও তার সহযোগীরা এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মোর্শেদের লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোর্শেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধ,বাঁশখালী,র‌্যাব,গুলিতে নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close