reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৯

শাহজালালে ৯ কেজি সোনা জব্দ

বাংলাদেশ বিমানের ফ্লাইট আকাশপ্রদীপ থেকে জব্দ হওয়া পৌনে ৯ কেজি সোনার বার

বাংলাদেশ বিমানের ফ্লাইট আকাশপ্রদীপ (বিজি ০২২৮) থেকে ৭৬টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার বিকেল থেকে পাঁচ ঘণ্টা তল্লাশির পর ওই চালান জব্দ করতে সক্ষম হয় তারা।

এপিবিএনের পক্ষ থেকে বলা হয়েছে, জব্দ হওয়া এসব সোনার বারের ওজন আট কেজি ৮০০ গ্রাম। আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় বুধবার বেলা সাড়ে ৩টায় বিমানটি অবতরণ করে। যাত্রী আসনের নিচের পাইপের মধ্যে অভিনব কায়দায় এসব বার লুকানো ছিল।

বিমান বন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, যাত্রী নামানোর পর বিমানটি হ্যাঙ্গারে তোলা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বিকেল ৪টার পর থেকে রাত ৯টা পর্যন্ত বিমানটিতে তল্লাশি চালায় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। একপর্যায়ে ছয়টি আসনের নিচে অভিনব কায়দায় আলাদা আলাদা মোড়কে এসব বার পাওয়া যায়। তিনি জানান, বিমানটিতে ৪১৯টি আসন রয়েছে।

চারটি আসনের নিচে ১২টি করে ৪৮টি ও বাকি দুটি আসনের নিচে ১৪ করে ২৮টি বার পাওয়া যায়। এর সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদে তারা এই চালানের খবর জানতে পেরেছিল। বুধবার রাতেই বিমানটি উড্ডয়নের কথা ছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,আকাশপ্রদীপ,ঢাকা কাস্টম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close