প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৯

প্যান্টের বেল্টে ৮ সোনার বার

ভারতে পাচারের সময় বেনাপোলে প্যান্টের বেল্ট থেকে আট সোনার বার জব্দ করা হয়েছে। এ সময় রবিউল ইসলাম জামিল (৩৫) নামে এক সোনা পাচারকারীকেও আটক করেছে বিজিবি।

বুধবার সকাল ৮টার দিকে আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। রবিউল যশোর সদর থানার আরএন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

বিজিবি আমড়াখালী ইনচার্জ হাবিলদার সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি রবিউল ভারতে পাচারের উদ্দেশে একটি সোনার চালান নিয়ে নাভারন থেকে মাহেন্দ্রযোগে বেনাপোল আসছে। এর ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে গাড়িটি থামিয়ে তাকে তল্লাশি করা হয়।

পরে তার পরিহিত প্যান্টের বেল্টের ভেতর থেকে আট সোনার বার পাওয়া যায়। এ সময় রবিউলকে আটক করা হয়। মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,প্যান্টের বেল্ট,বেনাপোল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close