reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৯

শাহজালালে ৫০ লাখ টাকার সোনা জব্দ

উদ্ধার হওয়া সোনার বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এক কেজি সোনার বার উদ্ধার করেছে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম। বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত সাড়ে ১২টায় ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইন্সের ফ্লাইটের (TG339) যাত্রী জয়নুল আবেদিনের কাছ থেকে ৭০০ গ্রাম সোনা পাওয়া যায়।

অপর একটি ফ্লাইটের একজন যাত্রীর কাছ থেকে আরো ৩০০ গ্রাম সোনা পাওয়া যায়। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,ঢাকা কাস্টমস হাউজ,সোনা জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close