reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৯

টাকা আত্মসাতে সোনালী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

পেনশন বিলের পৌনে ২ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে ব্যাংকটির সাবেক কর্মকর্তা এম এ সালেককে গ্রেফতার করা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্র্য জানিয়েছেন।

আসামি সালেক সোনালী ব্যাংকের মুন্সীগঞ্জ ভবেরচর শাখায় কর্মরত থাকার সময় পেনশন বিলের ১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম ২০১৭ সালের ২ ডিসেম্বর গজারিয়া থানায় সালেকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দন্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়। পরে মামলাটি দুদককে তদন্তের নির্দেশ দেন আদালত।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা মামলাটি তদন্তের দায়িত্ব পান। মামলার তদন্ত চলাকালেই এই আসামিকে গ্রেফতার করা হলো।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাকা আত্মসাৎ,সোনালী ব্যাংক,কর্মকর্তা গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close