প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ অক্টোবর, ২০১৯

সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

সোনার বারের ফাইল ছবি

বেনাপোল-দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি একশ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে খুলনা-২১ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ভারতীয় ওই নাগরিককে সোনার বারসহ আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম গোপাল সরকার। তিনি ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ কালিয়ানি গ্রামের শিবপদ সরকারের ছেলে।

বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মোজাফ্ফর হোসেন জানান, বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে—এমন খবর পায় বিজিবি সদস্যরা। পরে গতকাল দুপুরে সীমান্তের একটি মাঠ থেকে আটক করা হয় ভারতীয় নাগরিক গোপালকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি একশ গ্রাম ওজনের ১০টি সোনার বার।

চালানটি বেনাপোল এলাকার সফি নামের এক ব্যবসায়ী পার করছিল। ওপারের দিলীপ পালের কাছে সোনার চালানটি এক হাজার টাকার চুক্তিতে পৌঁছে দেওয়া হচ্ছিল। গোপালকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,সোনার বার,ভারতীয় নাগরিক,বেনাপোল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close