সাতক্ষীরা প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০১৯

সাতক্ষীরায় সীমান্ত থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

ভারত থেকে অবৈধ পথে আনার সময় সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বাংলাদেশি মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে উক্ত ইয়াবা গুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলায়।

এ সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে মেইন পিলার ৩ ও সাব পিলার ৩ এ কাছাকাছি এলাকা থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবির সদস্যরা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত উক্ত ইয়াবার বাংলাদেশি মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,বিজিবি,ইয়াবা উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close