reporterঅনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর, ২০১৯

আবরার প্রসঙ্গে ডিবি

‘গ্রেফতার ব্যক্তিরা হত্যা করার কথা স্বীকার করেছেন’

বুয়েট ছাত্র আবরার ফাহাদ। ফাইল ছবি

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় সোমবার ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হত্যা করার কথা স্বীকার করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরে বাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। গত রোববার রাতে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী।

সোমবার রাতে আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে তার বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। আটক ১০ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছেন লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবরার হত্যা,ডিবি,অপরাধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close