প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ অক্টোবর, ২০১৯

সেলিমের বাসায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম প্রধানের অফিস কাম বাসায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলছে। গুলশান ২-এর মমতাজ ভিশন নামের ভবনের পঞ্চম তলায় সেলিমের অফিস।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেলিমের অফিসে অভিযান শুরু করে র‍্যাব-১। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত এই অভিযান চলছিল। র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, অভিযান এখনো চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গতকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ব্যবসায়ী সেলিমকে নামিয়ে আনে র‍্যাব ১-এর একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে নিয়ে তার অফিসে অভিযানে যায় র‍্যাব। প্রথমে সেলিমকে সঙ্গে করে ঘটনাস্থলে যায় র‍্যাবের তিনটি গাড়ি। পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০টিতে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। তবে অভিযানে এখন পর্যন্ত কী পাওয়া গেছে, সে সম্পর্কে র‍্যাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিমের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান র‍্যাব ১-এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম।

প্রসঙ্গত, অনলাইনে বিশ্বের সুপরিচিত ক্যাসিনোগুলোর সঙ্গে জুয়াড়িদের যুক্ত করার কাজ করতেন সেলিম। তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘প্রধান গ্রুপ’-এর কর্ণধার। তার ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড, পি২৪ ল ফার্ম, এইউ এন্টারটেইনমেন্ট, পি২৪ গেমিং, প্রধান হাউস ও প্রধান ম্যাগাজিন। এর মধ্যে পি২৪ গেমিংয়ের মাধ্যমে তিনি জুয়াড়িদের ক্যাসিনোয় যুক্ত করতেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিযান,ক্যাসিনো,সেলিম প্রধান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close