reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৯

পুলিশের অভিযান

কিশোর গ্যাং : পিরোজপুরে আটক ৯২

পিরোজপুরে কিশোর গ্যাং রোধে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯২ জনকে আটক করেছে। সোমবার রাত ৮ থেকে রাত ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার সেতু, মার্কেট, চত্বর, বাসস্ট্যান্ড প্রভৃতি এলাকা থেকে তাদের আটক করা হয়।

কিশোররা নানা অপরাধে জড়াচ্ছে জানিয়ে জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, মাদক, ইভটিজিংসহ তারা বিভিন্ন ক্ষেত্রে বড় অপরাধের সঙ্গেও যুক্ত হচ্ছে। তাদের অপরাধ থেকে দূরের রাখার জন্য বিশেষ সতর্ক হতে হবে। রাতে কেউ বাইরে আড্ডা দিতে পারবে না। পিরোজপুরে কোনো কিশোর গ্যং সৃষ্টি হতে দেওয়া হবে না। আজ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান কোথায় থাকে, কার সাথে আড্ডা দেয় এবং প্রয়োজন ছাড়া রাতে বাইরে থাকে কি না—সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। উঠতি বয়সের ছেলেরা যাতে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপরাধ করতে না পারে সেজন্য অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিশের অভিযান,কিশোর গ্যাং,পিরোজপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close