রংপুর ব্যুরো

  ৩০ আগস্ট, ২০১৯

রংপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

রংপুরে ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মাইদুল ইসলাম নামের এক তরুণকে আটক করেছে র‌্যাব-১৩।

শুক্রবার দুপুরে প্রেস ব্র্রিফিং এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে বিকাশ সিমকার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করতো এবং ফেসবুক আইডি ও মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র গ্রহীতাদের সঙ্গে লেনদেন করে আসতো।

সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চাদনীবজরা এলাকা থেকে মোঃ ফুলবাবুর ছেলে মাইদুল ইসলামকে আটক করে।

আটককৃত মাইদুলের কাছে থাকা দুটি মোবাইল ফোন, ১টি মেমোরি কার্ড, ৩টি সিমকার্ড এবং ১টি বিকাশ সিমকার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,ভুয়া প্রশ্নপত্র ফাঁস,র‌্যাব,প্রশ্নপত্র ফাঁস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close