reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৯

জাপানি নাগরিকের কোমরে মিললো ১২ কেজি সোনা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনাসহ দুই জাপানি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তারা হলেন—টাকিও মিমুরা এবং শুইচি সাতোক। শাহজালাল বিমানবন্দরে রাত সাড়ে ১২টার দিকে ওই দুই জাপানি নাগরিককে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক পায়েল পাশা জানান, এয়ার এশিয়া ফ্লাইটের একে ৭১-এ রাত ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন ওই দুই জাপানি নাগরিক।

গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের শুল্ক গোয়েন্দা চালেঞ্জ করে। এ সময় তারা সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়।

এ সময় কোমরের ভেতরে বিশেষভাবে স্কচটেপে লুকানো এক কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ২০টি সোনার বার (১২ কেজি) পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শুল্ক গোয়েন্দা,শাহজালাল বিমানবন্দর,সোনার বার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close