reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০১৯

মোহাম্মদপুরে ৪ বেকারিকে জরিমানা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে চারটি বেকারিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব ২-এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক।

দণ্ডপ্রাপ্ত বেকারি হলো—বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, খাজা ফুড ব্রেড অ্যান্ড বিস্কুট, মধুমিতা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি এবং রুহি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি।

র‌্যাব জানায়, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ছয় লাখ টাকা, খাজা ফুড ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে তিন লাখ, মধুমিতা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা এবং রুহি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,মোহাম্মদপুর,বেকারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close