নওগাঁ প্রতিনিধি

  ০৩ জুলাই, ২০১৯

নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

নওগাঁয় অভিনব কায়দায় মাদক পাচারকালে ৩৫০ পিচ ভারতীয় ফেন্সিডিলের বোতল আটক করেছে নওগাঁ ডিবি পুলিশ।

বুধবার দুপুরে মান্দার ফেরী ঘাট এলাকা থেকে ঢাকা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনটি জারকিনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো,চাঁপাইনবাবঙ্গজ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর , তামাগ্রামের মৃত কলিম উদ্দিনরে ছেলে আয়েছ উদ্দীন (৫২), আবু বক্করের ছেলে সাদিকুল ইসলাম(৩৫), এবং বাবুপুর গ্রামের হুমায়নের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।

তারা জানায়, এসব ফেন্সিডিল ঢাকায় পাঠানোর জন্য জারকিনে সাজানো হয়েছিল।

দুপুরে জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন এক সংবাদ সম্মলেনে জানান, ওসি ডিবি কে এম শামসুদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে রংয়ের জারকিনের মধ্যে অভিনব কায়দায় মধুর জারকিনের ভেতরে ৩৫০ পিচ ফেন্সিডিলের বোতল সাজানো ছিল। এ অবস্থায় ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,ফেন্সিডিলসহ আটক,মাদক পাচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close