reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৯

আদালতেই মারা গেলেন মুরসি

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি

মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মারা গেছেন। সোমবার মিশরের আদালতের মধ্যে তিনি মারা যান।

বার্তা সংস্থা রয়টার্স মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে। সংবাদে বলা হয়, আদালতে মুরসির বিচার চলাকালীন হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পরেই মারা যান।

মোহাম্মদ মুরসি মুসলিমপন্থী দল মুসলিম ব্রাদারহুডের ওপরের সারির নেতা ছিলেন। তিনি ২০১২ সালে জনগণের ভোটের মধ্য দিয়ে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। তবে ক্ষমতার এক বছরের মাথায় ২০১৩ সালে তার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের সুযোগ নিয়ে মিশরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে।

এরপর মিশরের আদালত মুরসিকে সাত বছরের কারাদণ্ড দেন। সে সময় মুরসির বিরুদ্ধে অভিযোগ করা হয়, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভুল তথ্য দিয়েছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিশর,ক্ষমতাচ্যুত,প্রেসিডেন্ট,মুরসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close