reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০১৯

নুসরাত হত্যা

২৭ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে পিবিআই

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে মাদরাসাছাত্রী নুসরাতের জবানবন্দি বে-আইনিভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।

বৃহস্পতিবার সকালে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার তার কার্যালয়ে এ কথা জানান। তিনি বলেন, ২৭ মের মধ্যে আদালতে এ প্রতিবেদন দেওয়া হবে।

এ সময় বনজ কুমার মজুমদার বলেন, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার আংশিক সত্যতা পাওয়া গেছে। এ মাসের ২৭ তারিখের মধ্যেই আমরা পুলিশ প্রতিবেদন দেব। ১৬ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি আমরা। এদের মধ্যে ১২ জনের জবানবন্দি আছে।

আদালত প্রতিবেদন চেয়েছেন, যদি আদালত সন্তুষ্ট হন শুনানি শুরু করতে পারবেন।

গত ৬ এপ্রিল সকালে নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান। ওই সময় মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চতুর্থ তলায় যান। সেখানে রাফির ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

মুখোশ পরিহিত চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ-উদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা কেরোসিন নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়।

গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। ওই ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

ওই ঘটনায় আদালতের নির্দেশে থানা পুলিশের পরিবর্তে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুসরাত হত্যা,তদন্ত প্রতিবেদন,পিবিআই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close