reporterঅনলাইন ডেস্ক
  ২০ এপ্রিল, ২০১৯

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে বিশু (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপুর গ্রামের মুন্সিপাড়ার তৈমুর হোসেনের ছেলে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, তিনি ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

​স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজন গরু আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে বিশু নামে এক তরুণ গুরুতর আহত হন। পরে বিশুর সহযোগীরা তাকে বাংলাদেশে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। পরে মরদেহ ফেলে তারা পালিয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা বিশুর মরদেহ একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএসএফের গুলিতে নিহত,মাসুদপুর সীমান্ত,শিবগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close