reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০১৯

টেকনাফে ২ ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। রোববার ভোররাতে উপজেলার মৌলভীবাজার এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়ার মিয়া হোসনের ছেলে মাহামুদুর রহমান (২৮) ও হোয়াইক্ষ্যং নয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আফছার (২৫)। তাদের বিরুদ্ধে মাদকসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি প্রদীপ কুমার দাশ।

বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআইসহ তিন সদস্য আহত হন বলেও দাবি করেন তিনি। আহতরা হলেন—এসআই দীপক বিশ্বাস, এএসআই আমির ও কনস্টেবল শরিফুল। ঘটনাস্থল হতে ৬টি এলজি, ১০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি প্রদীপ আরো জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকায় গেলে ইয়াবাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় পুলিশও প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর ইয়াবা কারবারিরা পিছু হঠলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুটি দেহ পাওয়া যায়। ভোররাতে তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কক্সবাজার রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়াবা কারবারি,টেকনাফ,বন্দুকযুদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close