reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০১৯

খুলনায় বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি নিহত

খুলনার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজুল ইসলাম মিরাজ নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি তিনি ডাকাত দলের সদস্য।শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কৃষি কলেজের পেছনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে সেনপাড়া এলাকা থেকে ১০ মামলার আসামি মিরাজকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যাওয়া হয়।

এ সময় সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ চুরি ও ডাকাতির ৯টি মামলা রয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডাকাত,বন্দুকযুদ্ধ,খুলনা,পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close