reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত কমিটি

রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।

গতকাল বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি এক অস্ত্রধারী যুবক ছিনতাইয়ের চেষ্টা করেন। বিকাল ৫টা ৪১ মিনিটের দিকে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে সন্দেহভাজন অস্ত্রধারীকে ধরতে কমান্ডো অভিযান পরিচালিত হয়। সেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সঙ্গে র‌্যাব-পুলিশ ও অন্যান্য সংস্থাও যোগ দেয়।

অভিযানে সন্দেহভাজন অস্ত্রধারী গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তদন্ত কমিটি,বিমান ছিনতাই,ময়ূরপঙ্খী উড়োজাহাজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close