reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

জয়পুরহাটে র‌্যাবের হাতে আটককৃতরা

জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রশ্নপত্র ফাঁস চক্রের আটক চার সদস্য হলেন—জেলা শহরের খনজনপুর এলাকার বিলাশ দাসের ছেলে ধ্রুব দাস (১৭), সাইফুল ইসলামের ছেলে আরমান অভি (১৭), রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার (১৬), বিকাশ দাসের ছেলে দ্বীপ দাস (১৬)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অপারেশন দল কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতারণা,জরিমানা,আটক,প্রশ্নফাঁস চক্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close