reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০১৯

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার দায়ে আটক ২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়া ২ প্রতারককে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করে বলে জানানো হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- আনিসুর রহমান বাবু (৩৬) ও ইয়াসির(২৪)। তারা দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানান , আটকৃতরা দুদক এর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া শনিবার বেলা ১১টায় কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুদক,প্রতারণা,প্রতারক আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close