reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৯

৯৯৯-এ সাহায্য চেয়ে মাদক কারবারি নিজেই আটক

কুমিল্লার ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলায় গাঁজা ক্রয় করতে এসে মাদক কারবারির কাছে প্রতারিত হয়ে পুলিশের সাহায্য নিতে গিয়ে আটক হওয়ার চমকপ্রদ তথ্য পাওয়া গেছে।

গত শনিবার উপজেলার শশিদল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনায় আটক নারী মাদক কারবারি সালমা বেগমকে (৪০) পুলিশ আদালতে পাঠিয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ,নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী সালমা বেগম গত ২৬ জানুয়ারী গাঁজা ক্রয় করতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী শশীদল এলাকায় আসে।

এ সময় ওই এলাকার মুন্সিবাড়ির আব্দুর রহিমের কাছ থেকে ৩ কেজি গাঁজা কেনার চুক্তি করে। সালমা থেকে গাঁজার পুরো টাকা নিলেও ৩ কেজির স্থলে ১ কেজি দিয়ে চলে যেতে বলে। এ অবস্থায় সালমা ৯৯৯-এ কল করে পুলিশের কাছে সাহায্য চায়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল এলাকায় এসে সালমাকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা আব্দুর রহিম পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার মামলা রুজুর পর পুলিশ সোমবার দুপুরে সালমাকে কুমিল্লার আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৯৯৯,জরুরি সেবা,নারী মাদক কারবারি,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close