ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০১৯

ধুনটে ডাবল মার্ডার মামলার আসামি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় ধুনট সদরের বেলকুচি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

ধুনট থানা সূত্রে জানা যায়, আনারপুর গ্রামের আবেদ আলী ও আব্দুল জলিল ফকিরের মধ্যে প্রায় ৪ বিঘা জমির দখল নিয়ে বিবাদ রয়েছে। বিবাদমান জমির দখল নিয়ে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আবেদ আলীর লোকজনের ফালার আঘাতে আব্দুল জলিলের ছেলে আইয়ুব আলী (২৮) ঘটনাস্থলে এবং ৬ দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থার পর জামাই জাহিদুল ইসলাম (৩৫) নিহত হন।

এ ঘটনায় আব্দুল জলিলের ছেলে আব্দুল হান্নান বাদী হয়ে প্রতিপক্ষের ২২ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত ফরিদ উদ্দিন ওই মামলার ৫ নম্বর আসামি।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ২০১২ সালে আনারপুর গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়। এ ঘটনায় ২২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়।

পুলিশ মামলাটি তদন্ত শেষে ২১জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। ওই মামলার আসামি ফরিদ উদ্দিনকে বৃহস্পতিবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আসামি,গ্রেফতার,ডাবল মার্ডার,ধুনট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close