মহানগর (সিলেট) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৯

সিলেটে ডোবা থেকে অস্ত্র উদ্ধার

সিলেটের ওসমানীনগরে ডাকাতের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১টি দু’নলা ও ১টি একনলা বন্দুক, ৪টি ধারালো দা, একটি গ্রিল কাটার ও একটি পাইপ। শুক্রবার উপজেলার বড় ইসবপুর গ্রামের একটি ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি তোফায়েল ওরফে তোফা নামে এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ডাকাত শাহজানের স্ত্রী শারমীন বেগমকেও (২০) আটক করে পুলিশ। শারমিন ডোবায় অস্ত্র রয়েছে বলে পুলিশকে তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ ডোবায় অভিযান চালায়।

পুলিশ আরও জানায়, শুক্রবার সকাল ১১টা থেকে ডোবায় কচুরিপানা পরিস্কার করে পানি সেচ দিয়ে ডোবাটি খালি করে। এসময় ডোবায় একটি বস্তা পাওয়া যায়। সেটি খুললেই সেখানে কয়েকটি অস্ত্র পাওয়া যায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন বলেন, ‘ডাকাতদের তথ্য মতে ডোবায় আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্রভর্তি আরো দু’টো বস্তা রয়েছে। সেগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,ডোবা,অস্ত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close