চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রাম বন্দরে কোটি টাকার তাস জব্দ

মিথ্যা ঘোষণায় আনা ৩ লাখ ৪ হাজার ৯২০ ইউনিট (প্যাকেট) প্লেয়িং কার্ড (তাস) আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক করসহ চালানটির আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৬৩২ টাকা। মঙ্গলবার সকালে কনটেইনার ভরে নিয়ে আসার সময় সেগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, মেসার্স সালাম ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি (সি-৬৮২৩৯০) আমদানি করে। এটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স নুরুচ্ছফা ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড।

ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য শুল্ক গোয়েন্দার প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,কোটি টাকা,তাস জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close