ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৯

শ্বশুরকে হত্যার দায়ে জামাই গ্রেফতার

গ্রেফতারকৃত জামাই সাইফুল ইসলাম

বগুড়ার ধুনট উপজেলায় ওজন পরিমাপের বাটখারা দিয়ে মাথায় আঘাত করে নসুমুদ্দিন শেখ (৭০) নামে এক বৃদ্ধ শ্বশুরকে হত্যা করেছে তার জামাই। এ ঘটনায় মানসিক রোগে আক্রান্ত জামাই সাইফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। নিহত নসুমুদ্দিন শেখ ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নসুমুদ্দিন শেখ তার মেয়ে ফুরকুনি খাতুনকে সাত বছর আগে পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুল মুন্সীর ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম নেয়। কয়েক বছর আগে সাইফুল ইসলাম মানসিক রোগে আক্রান্ত হয়। এরপর স্থানীয়ভাবে নানা চিকিৎসা নিয়েও তার কোন উন্নতি হয়নি। মানসিক রোগের কারনে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ করে আসছিল সাইফুল। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবার বাড়ি চলে আসে ফুরকুনি খাতুন। শনিবার বিকেলে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে সাইফুল। রাতে শ্বশুর বাড়ির একটি কক্ষে শ্বশুরের সঙ্গে একই বিছানায় সাইফুল এবং অপর বিছানায় মা ঝমুরী বেগমের সঙ্গে ফুরকুনি খাতুন ঘুমিয়ে পরে। হঠাৎ মধ্যরাতে জেগে উঠে ৫ কেজি ওজনের একটি বাটখারা দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করে সাইফুল। এতে গুরুতর আহত হয় নসুমুদ্দিন শেখ।

স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টায় মারা যায় বৃদ্ধ নসুমুদ্দিন শেখ। এদিকে ঘটনার সময় নসুমুদ্দিনকে উদ্ধার করতে এসে জামাই সাইফুলের আঘাতে শাশুড়ি ঝমুরী বেগম ও স্ত্রী ফুরকুনি খাতুন আহত হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ওই মামলায় জামাই সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধুনট,শ্বশুর,হত্যা,জামাই,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close