ঝিনাইদহ প্রতিনিধি

  ১৭ ডিসেম্বর, ২০১৮

বোমা হামলায় বাধা দেওয়ায় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

ঝিনাইদহ শহরে বিজয় মেলার অনুষ্ঠানে বোমা হামলার প্রস্তুতিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। রোববার রাতে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। আহত রাকিবুল সদর উপজেলা শালিয়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। রাত সাড়ে ৮ টার দিকে মুক্ত মঞ্চে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এসময় মঞ্চের পেছনে কয়েকজন দুর্বৃত্ত বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিলো।

বিষয়টি ছাত্রলীগ কর্মী রাকিব টের পেয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,বোমা হামলা,বাধা,ছাত্রলীগ,ছুরিকাঘাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close