ঢাবি প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০১৮

ঢাবির রোকেয়া হলে মোবাইল চোর আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ৪টি মোবাইলসহ এক বহিরাগত চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। চুরির দায়ে অভিযুক্ত ওই নারীর নাম এশা। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা ওই চোরকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরদের মাধ্যমে পুলিশে সোপর্দ করেছেন।

জানা যায়, সকাল ৮টার দিকে ছাত্রী বেশে এশা রোকেয়া হলে প্রবেশ করে। সে হলের ৭ই মার্চ ভবনের ৪০৪, ৫১৫, ৫১৮ নম্বর কক্ষ থেকে ইভা দাস, আলপনা আক্তার , উর্মিলা সিংহের মোবইল ফোন চুরি করে। এছাড়া চুরি করে হলের অতিরিক্ত ভবনের ২৮ নম্বর কক্ষ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সৈয়দা মাহবুবার ফোনও। সন্দেহজনক গতিবিধি দেখে ছাত্রীরা তাকে আটক করে হল প্রাধ্যক্ষের কাছে সোপর্দ করে।

এশাকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা-বার্তা বলতে থাকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বদরুজ্জামান ভূইয়া এবং সীমা ইসলামের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, হলে প্রায়ই চুরি হতো বলে মেয়েরা আমাকে অভিযোগ করত। আজকে ৪টি মোবাইলসহ বহিরাগত চোর আটক করা হয়েছে। সে (চোর) গ্যাং দলের সদস্য ও বিভিন্ন অপকর্মে যুক্ত। তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাহায্যে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত ফাঁড়ির এস আই সাহেব আলী বলেন, হল কর্তৃপক্ষ আমাদের কাছে সোপর্দ করেছে। তার নামে মামলা হবে।

আটক হওয়া এশা জানায়, সে কিছুদিন যাবৎ বনানী এলাকায় বসবাস করছে। আগে থাকত চিটাগাং রোডে। এ সময় সে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে ঢুকে এর আগেও মোবাইল চুরি করেছে বলে জানায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোবাইল চোর,ঢাবি,রোকেয়া হল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close