reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০১৮

নকল ওয়েবসাইটে মিথ্যা সংবাদ প্রচারে গ্রেফতার ২

বিভিন্ন জাতীয় পত্রিকার ওয়েবসাইট নকল করে তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ২ জন হলেন, কামাল হোসেন (২৩) ও মো. আলামিন (৩০)।

এর আগে একই অভিযোগে গত শনিবার (২৪ নভেম্বর) বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে প্রথম আলো ও বিবিসিসহ বিভিন্ন অনলাইনসহ ২২টি নিউজ পোর্টালের নকল করে পরিচালনা করতো। বেশিরভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকারবিরোধী লেখা সেসব সাইটে প্রচার করতো।

আজ বৃহস্পতিবার কারওয়ানবাজারের‌ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে করে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
র‌্যাব,নকল ওয়েবসাইট,মিথ্যা সংবাদ,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close