নীলফামারী প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৮

উত্তরাঞ্চলের মোটরসাইকেল চোর চক্রের ‘মূল হোতা’ গ্রেফতার

উত্তরাঞ্চলের মোটরসাইকেল চোর চক্রের ‘দলনেতা (মূল হোতা)’ ও ২২ মামলার আসামি রবিউল ইসলাম বাটুল (৩৫) এবং তার সহযোগী রানা ইসলামকে (১৯) গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ।

এ সময় চুরি হওয়া নীলফামারী, ডিমলা ও চিরিরবন্দর উপজেলার তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাণ্ডারদহ গ্রামের তছির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম বাটুল (৩৫) এবং নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়ার জিয়াউর রহমানের ছেলে রানা ইসলাম (১৯)।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক আব্দুল মতিনের চুরি যাওয়া মোটরসাইকেলের মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে ৩০ ঘণ্টার মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ডিসি অফিসের মোটরসাইকেল চুরির মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোটরসাইকেল,গ্রেফতার,চোর চক্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close