সাতক্ষীরা প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৮

পঁচা শুটকির দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

‘আমাদের উপরে কথা বলবে এমন কেউ নেই’

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলছে শুটকি ব্যবসা। পঁচা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের মানুষ। এছাড়া এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুটকি মাছের এ কারখানা হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীসহ শিক্ষকরাও।

স্থানীয়রা জানান, এলাকার বিভিন্ন ঘের ও পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে এখানে মেডিসিন দিয়ে রোদে শুকানো হয়। রোদে দেওয়ার পর পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিক। দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও শুটকি ব্যবসায়ীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।

স্থানীয়রা আরও জানান, এলাকার হাফিজুর বিশ্বাস, সাত্তার বিশ্বাস, হাবু, আজিজুল ইসলাম ও রুবেল হোসেন মিলে গড়ে তুলেছেন এ শুটকির ব্যবসা।

শুটকি ব্যবসায়ী হাফিজুর বিশ্বাস জানান, ‘প্রশাসনসহ সকলকে ম্যানেজ করেই শুটকির কারখানা চালাচ্ছি। এলাকায় আমাদের উপরে কথা বলবে এমন কেউ নেই। ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে শুটকি ব্যবসা করছি।’ পরিবেশের বিপর্যয় হচ্ছে এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেননি। এসব বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার বলেন, ‘শুটকি মাছের কারখানা করতে কোনও অনুমোদনের প্রয়োজন হয় না। তাছাড়া বন্ধ করতেও কোনও আইন নেই। তবে জনসাধারণের ক্ষতি হচ্ছে এমন হলে পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে চাইলে ব্যবস্থা নিতে পারেন। এছাড়া আমাদের কিছু করার নেই। ’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,পঁচা শুটকি,দুর্গন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close