মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৮

মুরাদনগরে ৯৭ কেজি গাজা উদ্ধার, আটক ২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি প্রাইভেটকারসহ ৯৭ কেজি গাজা উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার ভোর সকালে উপজেলার মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের নেয়ামতকান্দি নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নরসিংদী জেলার রায়পুর থানার কাচারিকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে সিয়াম(২৫) ও ঠাকুরগাঁও জেলার সদর থানার ইসলামপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই কবির হোসেন ও বাদলের নেতৃত্বে একদল পুলিশ নেয়ামতকান্দি ব্রিজের ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চলাকালে ঢাকা মেট্রো-গ ২২-০২০৯ নাম্বারের একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৭ কেজি গাজা উদ্ধার করে। এ সময় ২ জনকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, একটি প্রাইভেটকার, ৯৭ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে আজ দুপুরে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক ব্যবসায়ী,গাঁজাসহ আটক,মুরাদনগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close