fsdfg

বাবার গলা কেটে থানায় আত্মসমর্পণ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ১৯:০৩

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মুছা গাজী (৭০) নামে এক বাবাকে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন মাদকাসক্ত ছেলে হোসেন গাজী (২৫)। শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকার এ ঘটনা ঘটে।

মুছা গাজী পেশায় চায়ের দোকানদার ছিলেন। তিনি স্থানীয় একটি মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করতেন।

নিহতের বড় ছেলে আলম গাজী জানান, ‘হোসেন গাজী গত ৪/৫দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসে নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে খারাপ আচরন করতো। টাকা না পেয়ে সে বাবাকে খুন করবে বলেও হুমকি দেয়। শুক্রবার সকালে বাবা ফজরের নামাজ আদায় করে বাড়িতে ঘুমাচ্ছিলেন। এ সময় হোসেন ঘুমন্ত বাবাকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। বাবার চিৎকার শুনে আমিসহ বাড়ির আশপাশের লোকজন ছুটে এলে হোসেন পালিয়ে যায়। বাবাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। পরে ঢাকা যাওয়ার পথে মতলব সড়কে বাবার মৃত্যু হয়।’

চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এ তথ্য নিশ্চিত করে প্রতিদিনের সংবাদকে জানান, ‘হোসেন গাজী নিজেই চাঁদপুর মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।’

পিডিএসও/অপূর্ব