reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০১৮

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

টেকনাফের দরগা এলাকায় পুলিশের সঙ্গে জিয়াউল বাশার ওরফে শাহীন (৩০) নামের এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিবে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত শাহীন মাদক কারবারি। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় এলজি, ১৮ রাউন্ড গুলি এবং ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে টেকনাফের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য ধরে শনিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের দরগা রসুলাবাদ উলুচামারি এলাকায় অভিযানে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহীনকে ছিনিয়ে নেয়ার লক্ষে গুলি চালায় তার সহযোগীরা। পুলিশ পাল্টা গুলি চালালে আহত হন শাহীন। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘নিহত শাহীন অস্ত্রধারী ও তালিকাভুক্ত মাদক কারবরি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধ,টেকনাফ,মাদক কারবারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close